মেদনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি দিগজান বাজারে অবস্থিত।নতুন এই ভবনটি ২০০৭ সালে স্থাপিত হয়।
২নং মেদনী ইউনিয়নটি নেত্রকোণা সদর উপজেলার একটি অন্যতম অগ্রসর ইউনিয়ন। এটি কংস নদীর তীরে মনোরম সুন্দর পরিবেশে অবস্থিত। মেদনী ইউনিয়নের একটি সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে প্রদত্ত হলঃ
১। আয়তন : ১০.৩০ বর্গমাইল।
২। ভৌগলিক সীমানা : উত্তরে কংশ নদী ও কেগাতী ইউনিয়ন,
দক্ষিণে নেত্রকোণা পৌরসভা,
পূর্বে সিংহের বাংলা ও ঠাকুরাকোণা ইউনিয়ন,
পশ্চিমে মৌগাতী ও রৌহা ইউনিয়ন।
৩।মোট জনসংখ্যা : ২৫,১৩৬ জন।
: শিশুর সংখ্যাঃ ৮,৭৩০ জন।
: পুরুষের সংখ্যাঃ ৮,২০২ জন।
: মহিলার সংখ্যাঃ ৮,১৯৮ জন।
৪। মেদনী ইউনিয়নের সম্প্রদায় অনুযায়ী শতকরা হার :
(ক) মুসলিম ৮৮.৯% (খ) হিন্দু ১০.৫%
(গ) বৌদ্ধ × (ঘ) খ্রীষ্টান ×
(ঙ) অন্যান্য ০.৬%
৫। মোট জমির পরিমান : ৬,৪২১.৮৪ একর।
: আবাদীঃ ৪,৮৮৭ একর।
: অনাবাদীঃ ১৫৩৪.৮৪ একর।
৬। মোট গ্রামের সংখ্যা : ২৪টি।
৭। মোট মৌজার সংখ্যা : ১৯টি।
৮। সরকারী অফিস সমূহ :
(ক) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১টি।
(খ)ডাকঘর ১টি (বড়ওয়ারী)।
(গ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি।
(ঘ) ইউনিয়ন ভূমি অফিস ১টি।
(ঙ) আনসার ভিডিপি কার্যালয় ১টি।
(চ) নিকাহ্র রেজিষ্টার কার্যালয় ১টি।
৯। সরকারী বাসভবন সমূহ :
(ক) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১টি।
(খ) ইউনিয়ন উপঃ সহঃ কৃষি কর্মকর্তার কোয়ার্টার ২টি
(মেদনী ও দিগজান)।
(গ) পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বাসভবন ১টি (দিগজান)।
(ঘ) মেডিকেল অফিসার বাসভবন ১টি (দিগজান)।
১০। শিক্ষা প্রতিষ্ঠান :
(ক) উচ্চ বিদ্যালয়ঃ ১টি (বড়ওয়ারী)।
(খ) সঃ প্রাঃ বিদ্যালয় ৬টি।
(গ) বেঃ রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৫টি।
(ঘ) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় ৬টি।
(ঙ) এবতায়েদী মাদ্রাসা ২টি।
১১। গ্রামীণ হাট-বাজার :৪টি
(ক) বড়ওয়ারী বাজার।
(খ) খার বাংলা বাজার।
(গ) টেংগা বাজার।
(ঘ) মেদনী বাজার।
১২। খেলার মাঠ : ২টি
(ক) দিগজান।
(খ) খার বাংলা।
১৩। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ :
(ক) মসজিদ ৩১টি।
(খ) মন্দির ৬টি।
(গ) মাদ্রাসা ২টি।
(ঘ) মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষা কার্যক্রম ১৫টি।
১৪। বিদ্যুৎ ব্যবস্থা :বিদ্যুৎ আয়িত গ্রাম।
(১) পূর্ব মেদনী। (২) দিগজান।
(৩) বড়ওয়ারী। (৪) শাহপুর।
(৫) উলুয়াটী। (৬) নিশ্চিন্তপুর।
(৭) কৃষ্ণপুর। (৮) ভোরখিলা।
(৯) পশ্চিম মেদনী। (১০) শালজান।
০১ |
|
পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী। |
০২ |
|
পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণও রক্ষনাবেক্ষণ। |
০৩ |
|
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত। |
০৪ |
|
স্বাস্থ,পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। |
০৫ |
|
কৃষি,মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ। |
০৬ |
|
মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। |
০৭ |
|
কর,ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়। |
০৮ |
|
পারিবারিক বিরোধ নিরসন,নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। |
০৯ |
|
খেলাধুলা,সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান। |
১০ |
|
পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। |
১১ |
|
আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ। |
১২ |
|
জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ। |
১৩ |
|
সরকারি স্থান, উন্মুক্ত জায়গা,উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা। |
১৪ |
|
ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো। |
১৫ |
|
বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ। |
১৬ |
|
কবরস্থান,শ্মশান,জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। |
১৭ |
|
জনপথ,রাজপথ ও সরকারি স্থানে অনথিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারণবন্ধ করা । |
১৮ |
|
জনপথ ও রাজপথের ক্ষতি,বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। |
১৯ |
|
গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ,অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা। |
২০ |
|
অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ। |
২১ |
|
মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ। |
২২ |
|
ইউনিয়নে নতুন বাড়ী,দালান নির্মান ও পুনঃ নির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন। |
২৩ |
|
কূয়া,পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ। |
২৪ |
|
খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা। |
২৫ |
|
খাবার পানির জন্য সংরক্ষিত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল কাপড় কাচাঁ বা পশু গোসর করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৬ |
|
পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকট বর্তী ন্থানে শন , পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা। |
২৭ |
|
আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৮ |
|
আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস