২নং মেদনী ইউনিয়নটি নেত্রকোণা সদর উপজেলার একটি অন্যতম অগ্রসর ইউনিয়ন। এটি কংস নদীর তীরে মনোরম সুন্দর পরিবেশে অবস্থিত। মেদনী ইউনিয়নের একটি সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে প্রদত্ত হলঃ
১। আয়তন : ১০.৩০ বর্গমাইল।
২। ভৌগলিক সীমানা : উত্তরে কংশ নদী ও কেগাতী ইউনিয়ন,
দক্ষিণে নেত্রকোণা পৌরসভা,
পূর্বে সিংহের বাংলা ও ঠাকুরাকোণা ইউনিয়ন,
পশ্চিমে মৌগাতী ও রৌহা ইউনিয়ন।
৩।মোট জনসংখ্যা : ২৫,১৩৬ জন।
: শিশুর সংখ্যাঃ ৮,৭৩০ জন।
: পুরুষের সংখ্যাঃ ৮,২০২ জন।
: মহিলার সংখ্যাঃ ৮,১৯৮ জন।
৪। মেদনী ইউনিয়নের সম্প্রদায় অনুযায়ী শতকরা হার :
(ক) মুসলিম ৮৮.৯% (খ) হিন্দু ১০.৫%
(গ) বৌদ্ধ × (ঘ) খ্রীষ্টান ×
(ঙ) অন্যান্য ০.৬%
৫। মোট জমির পরিমান : ৬,৪২১.৮৪ একর।
: আবাদীঃ ৪,৮৮৭ একর।
: অনাবাদীঃ ১৫৩৪.৮৪ একর।
৬। মোট গ্রামের সংখ্যা : ২৪টি।
৭। মোট মৌজার সংখ্যা : ১৯টি।
৮। সরকারী অফিস সমূহ :
(ক) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১টি।
(খ)ডাকঘর ১টি (বড়ওয়ারী)।
(গ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি।
(ঘ) ইউনিয়ন ভূমি অফিস ১টি।
(ঙ) আনসার ভিডিপি কার্যালয় ১টি।
(চ) নিকাহ্র রেজিষ্টার কার্যালয় ১টি।
৯। সরকারী বাসভবন সমূহ :
(ক) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ১টি।
(খ) ইউনিয়ন উপঃ সহঃ কৃষি কর্মকর্তার কোয়ার্টার ২টি
(মেদনী ও দিগজান)।
(গ) পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বাসভবন ১টি (দিগজান)।
(ঘ) মেডিকেল অফিসার বাসভবন ১টি (দিগজান)।
১০। শিক্ষা প্রতিষ্ঠান :
(ক) উচ্চ বিদ্যালয়ঃ ১টি (বড়ওয়ারী)।
(খ) সঃ প্রাঃ বিদ্যালয় ৬টি।
(গ) বেঃ রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৫টি।
(ঘ) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় ৬টি।
(ঙ) এবতায়েদী মাদ্রাসা ২টি।
১১। গ্রামীণ হাট-বাজার :৪টি
(ক) বড়ওয়ারী বাজার।
(খ) খার বাংলা বাজার।
(গ) টেংগা বাজার।
(ঘ) মেদনী বাজার।
১২। খেলার মাঠ : ২টি
(ক) দিগজান।
(খ) খার বাংলা।
১৩। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ :
(ক) মসজিদ ৩১টি।
(খ) মন্দির ৬টি।
(গ) মাদ্রাসা ২টি।
(ঘ) মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষা কার্যক্রম ১৫টি।
১৪। বিদ্যুৎ ব্যবস্থা :বিদ্যুৎ আয়িত গ্রাম।
(১) পূর্ব মেদনী। (২) দিগজান।
(৩) বড়ওয়ারী। (৪) শাহপুর।
(৫) উলুয়াটী। (৬) নিশ্চিন্তপুর।
(৭) কৃষ্ণপুর। (৮) ভোরখিলা।
(৯) পশ্চিম মেদনী। (১০) শালজান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস