মেদনী ইউনিয়নের উত্তর সীমান্তে কংশ নদীর উপর বড়ওয়ারী সেতুটি অবস্থিত। সেতুটির অপর প্রান্তে নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন অবস্থিত। সেতুটির দৈর্ঘ্য ১৮০ মিটার। সেতুটি ২০১২ইং সালের শেষ দিকে নির্মান কাজ সমাপ্ত হয়। এই সেতুটি নির্মানের ফলে নেত্রকোনা জেলা সদরের সাথে সদর উপজেলার কিছু এলাকা এবং কলমাকান্দা ও দূগাপুর উপজেলা বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা সূচিত হয়েছে। উল্লিখিত এলাকা সমূহের বিভিন্ন কৃষিজাত দ্রব্য পরিবহনের ক্ষেত্রেও এই সেতুটি গুরুত্ব অপরিসীম। অপর দিকে খরস্রোতা কংশ নদীর উপর এই সেতু নির্মানের ফলে নদী এবং সমতলের প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। উক্ত সেতুতে স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত ভ্রমনকারীরা বেরাতে এসে প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS